শিলিগুড়ি, ২৮ জানুয়ারিঃ শিলিগুড়িতে এটিএম ও ব্যাঙ্ক লুটের চেষ্টার ঘটনায় এক সেনা কর্মী সহ গ্রেফতার ২ জন।ধৃত প্রবীণ কুমার সিকিমে ল্যান্স নায়েক পদে কর্মরত বলে জানা গিয়েছে।
গত কয়েকদিন আগে কোর্টমোড়ে এসবিআই ই-কর্ণারে এটিএম লুটের চেষ্টা হয়।হামলা চালানো হয়েছিল এটিএমের নিরাপত্তারক্ষীর উপর।এরপর ১৬ জানুয়ারি রাতে পানিট্যাঙ্কি মোড়েও দুটি ব্যাঙ্ক লুটের চেষ্টা হয়।তারপর অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়।
গত ২৫ জানুয়ারি দেশবন্ধুপাড়ায় একটি এটিএম লুটের সময় প্রবীণ কুমারকে ধরে শিলিগুড়ি থানার পুলিশ।প্রবীণের সঙ্গে রাহুল কুমার নামেও একজনকে ধরা হয়।ধৃতদের ৫ দিনের পুলিশ হেপাজতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার পুলিশ কমিশনার ডিপি সিং সাংবাদিক বৈঠক করে জানান, ধৃত প্রবীণ কুমার এর আগেও বেশ কয়েকজায়গায় এমন লুটের চেষ্টা চালিয়েছে।বিষয়টি সেনা আধিকারিকদেরও জানানো হয়েছে।ধৃতদের কাছ থেকে এটিএম ও ব্যাঙ্ক লুটের জন্য ব্যবহৃত বেশকিছু সরঞ্জাম পাওয়া গিয়েছে।