শিলিগুড়ি, ১৫ জুলাইঃ সবুজায়নের লক্ষ্যে শিলিগুড়ির দেশবন্ধুপাড়া তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের মাঠে বিভিন্ন অনুষ্টানের মধ্য দিয়ে সুচনা হল বনমহোৎসবের।বনমহোৎসব উপলক্ষে বৈকুন্ঠপুর বনবিভাগের উদ্যোগে শুরু হল ‘আমার স্কুল,আমার গাছ’ প্রকল্প।এর মাধ্যমে গাছ লাগানোর জন্য উৎসাহিত করা হবে পড়ুয়াদের।
এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে এই বনমহোৎসবের সুচনা করেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব, পুলিশ কমিশনার সি সুধাকর, ডিএফও বৈকুন্ঠপুর রাজা এম সহ অন্যান্য বন আধিকারিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।পাশাপাশি সবুজ পতাকা দেখিয়ে একটি ট্যাবলোরও সূচনা করা হয়।
এদিন মেয়র গৌতম দেব জানান, সবুজায়নের লক্ষ্য নিয়ে নানান উদ্যোগ গ্রহণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।পাশাপাশি সবুজ বাচিয়ে কিভাবে নগরায়ন করা যায় তারও ভাবনা নিয়েছে রাজ্যের সরকার।সেই ভাবনাকে বাস্থবায়িত করতেই এই বনমহোৎসবের আয়োজন।
বৈকুন্ঠপুর বনবিভাগের ডিএফও রাজা এম জানান, সবুজায়নের কর্মসূচিতে নতুন প্রজন্মকে সামিল করতে আমার স্কুল,আমার গাছ প্রকল্পের উদ্যগ গ্রহন করা হয়েছে।বিদ্যালয়ে গাছ লাগিয়ে তাকে লালন পালন করার জন্য ছাত্র ছাত্রীদের মধ্যে একটি কমিটি করে দ্বায়িত্ব দেওয়া হবে।পরবর্তীতে তাদের পুরস্কৃত করা হবে বলে জানান তিনি।