শিলিগুড়ি, ২২ এপ্রিলঃ শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে তৃণমূল, সিপিএম এর কোন জোট হচ্ছে না।শনিবার সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানালেন সিপিএমের জেলা সম্পাদক সমন পাঠক।
জানা গিয়েছে, আগামী ২৯শে এপ্রিল অনুষ্ঠিত হবে শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের নির্বাচন।বরাবরই এই বার অ্যাসোসিয়েশন দখলে ছিল বাম-কংগ্রেসের।এবারে বাম ও তৃণমূলের জোট হতে পারে বলে জল্পনা চলছে রাজনৈতিক মহলে।
তবে এই জল্পনা সত্য নয় বলে জানালেন সিপিএমের জেলা সম্পাদক সমন পাঠক।শনিবার সাংবাদিক বৈঠকে তিনি জানান,বার কাউন্সিল নির্বাচনে তৃণমূল সিপিএমে জোট নিয়ে যে জল্পনা রটেছে, সেটা সম্পুর্ন ভিত্তিহীন।
