শিলিগুড়ি, ১৫ মার্চঃ শিলিগুড়ির আইনজীবী নবীন সরকারের রহস্যজনক মৃত্যুর ঘটনার পাঁচ মাস হয়ে গিয়েছে।এখনও অবধি ঘটনার সত্যতা উদ্ধার হয়নি।ঘটনার সত্যতা সামনে আনার দাবীতে মিছিল করলো শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশন।
উল্লেখ্য, গতবছর ৪ ডিসেম্বর সকালে ফুলবাড়ি মার্ডার মোড় সংলগ্ন তিস্তা ক্যানেল থেকে আইনজীবী নবীন সরকারের মৃতদেহ উদ্ধার করে এনজেপি থানার পুলিশ।নবীনকে খুন করে ক্যানেলের জলে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করে মৃতের পরিবার।এরপরই শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের তরফে ঘটনার সঠিক তদন্তের দাবী জানানো হয়।এদিকে ঘটনার পাঁচ মাস হয়ে গেলেও এখনও অবধি রহস্য সামনে আসেনি।এই মামলায় হাইকোর্টের সার্কিট বেঞ্চ তদন্তকারী অফিসারকে বদলিও করে।এরপর তদন্তভার দেওয়া হয় ডিডি কে।
শুক্রবার শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অলোক ধারার নেতৃত্বে ঘটনার সত্যতা সামনে আনার দাবীতে শিলিগুড়ি আদালত থেকে মিছিল বের করা হয়।মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে হাসমি চকে গিয়ে শেষ হয়।
এই বিষয়ে শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অলোক ধারা বলেন, আইনজীবী নবীন সরকারের মৃত্যুর পাঁচ মাস হয়ে গিয়েছে।এখনও অবধি রহস্য সামনে আসেনি।এই কারণেই আজ মিছিল বের করা হল।