শিলিগুড়ির বেসরকারি স্কুল কর্তৃপক্ষগুলির সঙ্গে বৈঠক সারলেন ট্রাফিক ডিসিপি

শিলিগুড়ি, ২ ডিসেম্বরঃ শহরের বিভিন্ন বেসরকারি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে স্কুল বাস চলাচল নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ডিসিপি কাজী শামসুদ্দিন আহমেদ।এদিনের বৈঠকে স্কুলের বাসের সংখ্যা, তাদের চলাচলের রুট এবং সময়সূচী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ডিসিপি।


এদিন ডিসিপি স্পষ্টভাবে জানান, স্কুলের শিশুদের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ।বাস পরিচালনায় কোনও অবহেলা সহ্য করা হবে না।
ডিসিপি জানান, শিলিগুড়িতে ৫০টিরও বেশি স্কুল রয়েছে।যেখানে মোট ৭১৪টি বাস প্রতিদিন প্রায় চারটি ট্রিপ করে অর্থাৎ ২,৮০০ বার যাতায়াত করে।শহরের ট্র্যাফিক ব্যবস্থার জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ।স্কুল কর্তৃপক্ষ গুলিকে শহরের মধ্যে বড় বাসের অপ্রয়োজনীয় চলাচল কমানো এবং ছোট যানবাহনের ব্যবহার বাড়ানোর আবেদন জানিয়েছেন তিনি।এরফলে যানজট কমবে।

এছাড়াও নিরাপত্তার স্বার্থে স্কুল কর্তৃপক্ষকে বেশকিছু নির্দেশিকা দেওয়া হয়েছে।বাস চালকদের লাইসেন্স ও তাদের সমস্ত তথ্য খতিয়ে দেখার কথা বলা হয়েছে। পুলিশ এবং স্কুল কর্তৃপক্ষ বাস স্টপ নির্ধারণ করবে।সিসিটিভি, জিপিএস, মহিলা পরিচারিকা এবং প্রাথমিক চিকিৎসার জন্য ফাস্ট এইড বক্স বাসে রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *