ক্লোজ হলেন শিলিগুড়ির ভক্তিনগর থানার আইসি ও সেকেন্ড অফিসার

শিলিগুড়ি, ৩ সেপ্টেম্বরঃ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে লাইনে ক্লোজ করা হল ভক্তিনগর থানার আইসি সুজয় টুঙ্গা ও থানার সেকেন্ড অফিসার সন্দীপ সুব্বাকে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার ত্রিপুরারি আর্থব জানিয়েছেন, এই দুই পুলিশ অফিসারকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।


প্রসঙ্গত শালুগাড়ার একটি জমি ঘিরে সুশীলা রায় ও সুরেশ কুমার আগারওয়ালের মধ্যে বিবাদ চলছিল। ঘটনা কোর্ট অবধিও যায়। সুশীলা রায়ের অভিযোগ, জমি দখলদারদের পাইয়ে দেওয়ার চেষ্টা করছে কয়েকজন পুলিশ আধিকারিক। বুধবার রাতে তাঁকে অনৈতিকভাবে ভক্তিনগর থানার পুলিশ আটক করে থানায় নিয়ে আসে বলে অভিযোগ। একজন মহিলাকে এভাবে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে, সেই ঘটনা কানে যায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের। এরপরই আজ থানার দুই পুলিশ আধিকারিককে ক্লোজ করা হয়েছে। তবে ঘটনা নিয়ে বিস্তারিত বলতে নারাজ পুলিশ আধিকারিকেরা।


One thought on “ক্লোজ হলেন শিলিগুড়ির ভক্তিনগর থানার আইসি ও সেকেন্ড অফিসার

  1. Jamirul islam says:

    A ic criminal sathe thake amake barbed kore dia6e,amar signitur copy kore ak criminal oi criminaler khota moto amake arrest kore jel dia6e criminaler nam emmamudin ali boro mafia amake barbed kore dia6e

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *