শিলিগুড়ি, ২১ অক্টোম্বরঃ করুণাময়ীতে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের আন্দোলন অনৈতিকভাবে তুলে দেওয়ার প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভে সামিল হল দার্জিলিং জেলা এসএফআই ও ডিওয়াইএফআই।
শুক্রবার শিলিগুড়ির হিলকার্ড রোডে বিক্ষোভ মিছিল করে হাসমি চকে আসে এসএফআই ও ডিওয়াইএফআই-এর কর্মী সমর্থকরা।এরপর হাসমি চকে পথ অবরোধ ও বিক্ষোভে সামিল হন তারা।পথ অবরোধকারীদের বিক্ষোভ তুলে নিতে বললে অনড় থাকে তারা।পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়।এরপর বেশ কয়েকজনকে আটক করে শিলিগুড়ি থানায় নিয়ে যায় পুলিশ।

