শিলিগুড়ি, ১ মে: শিলিগুড়ি রাউন্ড টেবিল ২২০ এবং শিলিগুড়ি লেডিস সার্কেল ১৪০-এর উদ্যোগে শিলিগুড়ি ক্লাবে সাঁতার প্রতিযোগিতা ‘সুইমাথন’ এর আয়োজন।
বৃহস্পতিবার ইস্টার্ন বাইপাস সংলগ্ন শিলিগুড়ি ক্লাবে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেন বিভিন্ন বয়সের সাঁতারুরা।চারটি বিভাগে সাঁতারের প্রতিযোগিতা হয়—ফ্রিস্টাইল, ব্রেস্ট স্ট্রোক, ব্যাক স্ট্রোক এবং বাটারফ্লাই স্ট্রোক।
বিজয়ীদের জন্য ছিল মেরিট সার্টিফিকেট ও মেডেল। এছাড়াও প্রতি অংশগ্রহণকারীকেই দেওয়া হয় সার্টিফিকেট।