শিলিগুড়ি, ৪ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি কলেজে সরস্বতী পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠান করাকে কেন্দ্র করে ঝামেলা।যার জেরে সোমবার রাতে প্ল্যাকার্ড হাতে অনুষ্ঠান বয়কট করলেন ডে কলেজের ছাত্রছাত্রীরা।
প্রসঙ্গত, সাংস্কৃতিক অনুষ্ঠান করাকে কেন্দ্র করে ঝামেলার থেকে গতকাল সকালে হুমকির অভিযোগ উঠে।ঘটনার পর থেকেই কলেজে মোতায়ন ছিল পুলিশ।গতকাল সন্ধ্যায় শিলিগুড়ি ডে কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল।অভিযোগে, ডে কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় উচ্চস্বরে ডিজে বক্স বাজাতে থাকে শিলিগুড়ি কমার্স কলেজ।যার জেরে সমস্যায় পড়েন ডে কলেজের মিউজিসিয়ানরা।অনুষ্ঠানের মঞ্চ ছেড়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে অনুষ্ঠান বয়কট করেন তারা।পরে পুলিশ গিয়ে ডিজে সাউন্ড বক্স বন্ধ করে।
এই বিষয়ে শিলিগুড়ি ডে কলেজের প্রাক্তন ছাত্র বিবেক ঝা জানান, কমার্স কলেজে উচ্চস্বরে ডিজে বক্স চলানোর জন্য আমরা প্রোগ্রাম বন্ধ করতে বাধ্য হই।
অন্যদিকে কমার্স কলেজের তরফে সৌরভ ভাস্কর ওরফে মার্ডার জানান, আমরা সবসময় ডে কলেজের সঙ্গে মিলেই চলি।আমরাও চাইছিলাম ওরা অনুষ্ঠান করুক।আমাদের ডিজে বন্ধ হওয়ার পর ডে কলেজ তাদের অনুষ্ঠান বন্ধ করে।এই ঘটনায় কারো ইন্ধন রয়েছে।আমরা এর বিরুদ্ধে থানায় অভিযোগ করবো।কলেজরই এক অধ্যাপিকা উস্কানি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।