শিলিগুড়ি, ২৩ নভেম্বরঃ শিলিগুড়ি কলেজের মাঠ পরিদর্শন করল এসজেডিএ।
জানা গিয়েছে, কলেজের মাঠ সংস্কারের কাজে যে মাটি ব্যবহার করা হচ্ছে, সেই মাটিতে পাথরের ভাগ বেশি এমনটাই অভিযোগ ওঠেছিল।সেই অভিযোগ আসতেই মাঠ পরিদর্শন করতে সোমবার কলেজে পৌঁছান এসজেডিএ চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন,ভাইস চেয়ারম্যান নান্টু পাল, চিফ এক্সিকিউটিভ অফিসার প্রিয়াঙ্কা সিমলা সহ ইঞ্জিনিয়াররা।যে অভিযোগ উঠেছিল তা সঠিক কিনা যাচাই করে দেখেন আধিকারিকরা।পাশাপাশি কতদিনের মধ্যে মাঠের কাজ সম্পন্ন করতে হবে তা নিয়েও ঠিকাদারদের সঙ্গে কথা বলেন তারা।
বিজয় চন্দ্র বর্মন জানান, তাদের কাছে অভিযোগ এসেছিল।কলেজ মাঠ সংস্কারের কাজের জন্য যে মাটি ব্যবহার করা হচ্ছে তা দিয়ে খেলার মাঠ তৈরি হয় না।তাই ঠিকাদারকে এই মাটি সরিয়ে নিয়ে নতুন ভালো মাটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।তিনি আরও জানান, এই মাঠটিকে ক্রিকেট মাঠ করা হবে।তিন থেকে চার মাসের মধ্যে মাঠটিকে তৈরি করে কলেজের হাতে তুলে দেওয়া হবে।