শিলিগুড়ি, ৭ নভেম্বরঃ পরীক্ষায় বসতে দেওয়ার দাবিতে শিলিগুড়ি কলেজে অবস্থান বিক্ষোভে বসলো তৃণমূল ছাত্র পরিষদ।
জানা গিয়েছে, শিলিগুড়ি কলেজে তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের বহু ছাত্রছাত্রী দীর্ঘদিন কলেজেই আসেনি।টানা অনুপস্থিতির জেরে তাদের পরীক্ষায় বসা আটকে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।পরীক্ষায় বসতে গেলে ৭৫ শতাংশ উপস্থিতি দরকার।কিন্তু অনেক ছাত্র ছাত্রীর উপস্থিতির সংখ্যার হার অনেকটাই কম।যে কারণে পরীক্ষায় বসা আটকে দেওয়া হয়েছে।এই নিয়ে আজ বিক্ষোভে সামিল হয় ছাত্র ছাত্রীরা।
এই বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের তরফে অভিজিৎ ব্যানার্জি জানান, শিলিগুড়ি কলেজে প্রচুর ছাত্র ছাত্রী রয়েছে যারা দূরদূরান্ত থেকে পড়তে আসে।অনেকের পারিবারিক সমস্যা রয়েছে, অনেকে বিভিন্ন জায়গায় কাজ করার পাশাপাশি কলেজের পড়াশোনাটুকু করছে।এদিকে অনেক অধ্যাপক-অধ্যাপিকারা রয়েছে তারাও প্রতিনিয়ত ক্লাস নিচ্ছে না।সঠিকভাবে ক্লাস হলে উপস্থিত সংখ্যার হার বেশিই হতো।
অন্যদিকে এই বিষয়ে কলেজের প্রিন্সিপাল সুজিত ঘোষ বলেন, এর আগেও তারা আন্দোলন করেছে।আমরা আগে ছেড়ে দিয়েছিলাম।ছাত্রছাত্রীদের নোটিশ করা হয়েছিল।কিন্তু ছাত্রছাত্রীরা সেই বিষয়ে কর্ণপাত করেনি।এই বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।তবে প্রত্যেককেই মুচলেকা দিয়েই ছাড়া হবে।