শিলিগুড়ি, ৩ মার্চঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর আজ রাজ্যজুড়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ডাক দেয় বাম সংগঠন।ঘটনাকে কেন্দ্র করে শিলিগুড়িতেও রাস্তায় নামে এসএফআই ও এআইডিএসও সহ বিভিন্ন বাম সংগঠন।এই ঘটনার প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ি কলেজে প্রতিবাদে সামিল হল ওয়েবকুপা শিলিগুড়ি কলেজ ইউনিট।
এদিন সমস্ত অধ্যাপক অধ্যাপিকারা একত্রিত হয়ে বাম সংগঠনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
এই বিষয়ে সংগঠনের জেলা সভাপতি প্রবীর কুমার মান্না জানান, রাজ্যজুড়ে বিভিন্ন কলেজে কলেজে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমাদের সংগঠনের সম্মেলনে বাম ছাত্র-ছাত্রীরা ঢুকে পড়ে এবং শিক্ষামন্ত্রীর উপর হামলা চালায়।তার প্রতিবাদ জানিয়ে আজ বিভিন্ন জায়গায় আমরা প্রতিবাদ সভা করছি।