শিলিগুড়ি, ৩০ নভেম্বরঃ ছাত্রীকে হেনস্থার অভিযোগ শিলিগুড়ি কলেজের এক অধ্যাপকের বিরুদ্ধে।ঘটনা সামনে আসতেই কলেজে বিক্ষোভ দেখালো তৃণমূল ছাত্র পরিষদ।এদিন কলেজের প্রিন্সিপালকে স্মারকলিপিও প্রদান করেন তারা।
অভিযোগে, বেশকয়েকদিন ধরে কলেজের এক ছাত্রীকে হেনস্থা করছিল ইংরেজি বিভাগের এক অধ্যাপক।একধিকবার হোয়াটসঅ্যাপে ছাত্রীকে ম্যাসেজও করা হয়েছিল।ঘটনার পর সেই ছাত্রী ও তার পরিবার তৃণমূল ছাত্র পরিষদের কাছে বিষয়টি জানায়।ঘটনা সামনে আসতেই আজ সেই অধ্যাপকের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।পরবর্তীতে কলেজের প্রিন্সিপাল সুজিত ঘোষকে স্মারকলিপি প্রদান করেন তারা।
এই বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট প্রেসিডেন্ট ওম চক্রবর্তী জানান, ছাত্রী আমাদের কাছে অভিযোগ জানিয়েছে।আজ কলেজের প্রিন্সিপালকে অধ্যাপকের বিরুদ্ধে ডেপুটেশন দেওয়া হল।অবিলম্বে সেই অধ্যাপককে বরখাস্ত করার দাবী জানান তিনি।
এই বিষয়ে শিলিগুড়ি কলেজের প্রিন্সিপাল সুজিত ঘোষ জানান, আইসিসি কমিটির কাছে এই বিষয়ে অভিযোগ করা হয়েছে।তারা বিষয়টি দেখবে।তাদের রিপোর্টের উপর ভিত্তি করেই ব্যবস্থা নেওয়া হবে।