শিলিগুড়ি, ২৯ মার্চঃ বাম ছাত্র সংগঠন এসএফআই’কে ধিক্কার জানিয়ে শিলিগুড়ি কলেজের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদ।
বৃহস্পতিবার লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য চলাকালীন বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যের বিক্ষোভের মুখে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তারই প্রতিবাদ জানিয়ে আজ গোটা রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের তরফে প্রত্যেকটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ বিক্ষোভের ডাক দেওয়া হয়।
সেই মতো শনিবার দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে শিলিগুড়ি কলেজের সামনে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়।