শিলিগুড়ি, ২২ মার্চঃ শিলিগুড়ি কলেজ এনএসএস ইউনিট ২ এর উদ্যোগে একটি প্রদর্শনীর আয়োজন করা হল।এদিনের প্রদর্শনীতে বিভিন্ন ধরণের শিল্প তুলে ধরে কলেজের পড়ুয়ারা।
জানা গিয়েছে, এদিন প্রায় ৫০ জন ছাত্র ছাত্রী প্রদর্শনীতে অংশগ্রহণ করে।গত ডিসেম্বর মাসে শিলিগুড়ি কলেজ এনএসএস ইউনিট ২ এর প্রোগ্রাম অফিসার নবনীতা ভাওয়ালের তত্ত্বাবধানে একটি কোম্পানির সঙ্গে কলেজর মৌ চুক্তি হয়।সেই অনুযায়ী ওই কোম্পানি বিনামূল্যে পড়ুয়াদের বিভিন্ন ধরণের হাতের কাজ শেখায়।মৌ চুক্তি অনুযায়ী ১৪ দিনের ক্লাস করানোর পর আজ সেইসমস্ত কাজের প্রদর্শনী করা হল।
পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।