শিলিগুড়ি, ,২৯ এপ্রিলঃ: সোমবার রাতে শিলিগুড়ি কলেজে সোশ্যাল অনুষ্ঠান চলাকালীন তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা ও হাতাহাতির ঘটনা ঘটে।
মঞ্চের মধ্যেই ঝামেলার ঘটনা ঘটে বলে অভিযোগ। সেই সময় পুলিশ থাকলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এর পরেই রাতে কলেজপাড়ায় মেয়রের বাড়ির সামনে হাজির হন শিলিগুড়ি ডে কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীরা।
বাড়ির সামনে ভিড় দেখে রাস্তায় আসেন মেয়র। কথা বলেন কয়েকজনের সঙ্গে। সেখানে থাকা পুলিশ কর্মীদের উদ্দেশ্যে মেয়র বলেন, সেখানে পুলিশ থাকলেও কেন ব্যবস্থা নেওয়া হলনা?
এদিকে রাতে বাড়ির সামনে ভিড় করা নিয়ে ক্ষুব্ধ হন মেয়র।
যদিও সংগঠনের অন্দরে কোন্দল নিয়ে কোনও কথা বলতে চাননি ছাত্র নেতারা।