শিলিগুড়ি, ১৬ মার্চঃ আগামী ১৭ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে শিলিগুড়ি আদালত।এমনটাই নির্দেশিকা জারি করল কোর্টের বার অ্যাসোসিয়েশন।
তবে আদালত বন্ধ থাকাকালীন শুধুমাত্র জরুরি মামলার রায় ঘোষনা করা হবে।জরুরি মামলার ক্ষেত্রে অপরাধীদের বয়ান নেওয়ার ক্ষেত্রে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বয়ান নেওয়ার ব্যবস্থা করা হবে।
শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশন এর সম্পাদক ইউসুফ আলি বলেন, করোনা নিয়ে ১৫ মার্চ কলকাতা হাইকোর্ট একটি নির্দেশিকা জারি করে।সেই নির্দেশেই শিলিগুড়ি আদালত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।এছাড়াও বার অ্যাসোসিয়েশন এর তরফে কোর্টে আসা মানুষদের থার্মাল স্ক্যানিং করানোর দাবী করা হয়।