শিলিগুড়ি, ২১ সেপ্টেম্বরঃ শিলিগুড়িতে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড তৈরির দাবি নিয়ে পর্যটন মন্ত্রী গৌতম দেবের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাল শিলিগুড়ি ক্রিকেট লাভার্স অ্যাসোসিয়েশন।
অ্যাসোসিয়েশন এর তরফে জানা গিয়েছে, উত্তরবঙ্গ থেকে অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে আসছে।এই সকল খেলোয়াড়রা ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় ভারতের নাম উজ্জ্বল করছে।তবে ক্রিকেট গ্রাউন্ড না থাকায় সমস্যায় পড়ছে খেলোয়াড়রা।এই কারণে ক্রিকেট গ্রাউন্ড তৈরির দাবি নিয়ে শিলিগুড়ি ক্রিকেট লাভার্স অ্যাসোসিয়েশনের তরফে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্দেশ্যে একটি চিঠি মন্ত্রী গৌতম দেবের হাতে তুলে দেওয়া হয়।
এই বিষয়ে পর্যটন মন্ত্রী বলেন, বিষয়টি তিনি দেখবেন।শিলিগুড়িতে বহুদিন থেকেই ক্রিকেট গ্রাউন্ডের দাবী উঠে আসছে।বর্তমানে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামেই ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।এর আগেও বিভিন্ন সংগঠনের তরফে শিলিগুড়িতে স্টেডিয়াম তৈরির দাবিতে চিঠি দেওয়া হয়েছে বলে তিনি জানান।
শিলিগুড়ি ক্রিকেট লাভার্স অ্যাসোসিয়েশনের সদস্য মনোজ বর্মা বলেন, শিলিগুড়িতে ক্রিকেট খেলোয়াড়দের ময়দান নিয়ে সমস্যা হচ্ছে।কাওয়াখালিতে ১৫ একর জমি আছে।সেই জমিতে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড তৈরির দাবিতে আজ মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হল।