শিলিগুড়ি দমকল বিভাগের তরফে রক্তদান শিবিরের আয়োজন

শিলিগুড়ি, ১৮ এপ্রিলঃ ‘ফায়ার সেফটি উইক’ এর অঙ্গ হিসেবে শিলিগুড়ি দমকল বিভাগের উদ্যোগে এবং শিলিগুড়ি সূর্যনগর সমাজকল্যাণ সংস্থার সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করা হল।


জানা গিয়েছে, ১৪ থেকে ২০  এপ্রিল পর্যন্ত দমকল বিভাগের অগ্নি নির্বাপক সপ্তাহ চলছে।যার মধ্যে স্কুল, কলেজ, বাড়ি সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান আগুন নেভানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।তাঁরই অঙ্গ হিসেবে এবারে রক্তদান শিবিরের আয়োজন করা হল।এদিনের শিবিরে দমকলকর্মীরা রক্তদান করেন।উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার ডিভিশনাল ফায়ার অফিসার দেওয়ান লেপচা সহ অন্যান্য দমকল আধিকারিকেরা।

এদিনের শিবিরে ৮০ ইউনিট রক্তের সংগৃহীত হয়েছে।সংগৃহীত রক্ত শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হবে।


শিলিগুড়ির ডিভিশনাল ফায়ার অফিসার দেওয়ান লেপচা বলেন, সারা বছর সাধারণ মানুষের সেবায় দমকল কর্মীরা ছুটে চলেছেন।এবার রক্তদান শিবিরের মধ্য দিয়ে মানুষের জীবণ বাঁচাতে উদ্যোগী হয়েছেন তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *