শিলিগুড়ি,১৩ ফেব্রুয়ারিঃ শুরুতেই নির্মূল করতে পারলে হবে ডেঙ্গু মুক্ত শহর। সেকারণে ডেঙ্গুর লার্ভা জন্মের আগেই নির্মূল করার সিদ্ধান্ত নিয়েছে শিলিগুড়ি পুরনিগম। পুরনিগমের উদ্যোগে শহরের বিভিন্ন স্কুলের পড়ুয়া সহ স্বাস্থ্যকর্মী ও সাধারণ নাগরিককে নিয়ে বৃহস্পতিবার সংঘটিত হল একটি সচেতনতা পদযাত্রা।
এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন শহরের মেয়র অশোক ভট্টাচার্য, স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ শংকর ঘোষ সহ অন্যান্য কাউন্সিলাররা। পদযাত্রাটি বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়। এরপর হাসমিচক মোড় হয়ে হাকিমপাড়া চিলড্রেন পার্কে গিয়ে পদযাত্রাটি শেষ হয়।
মেয়র অশোক ভট্টাচার্য জানান, বিগত কয়েক বছর ধরেই শহরে প্রাদুর্ভাব ঘটছে মশাবাহীত ডেঙ্গু রোগের। মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের। তবে এবার শহরে কোনমতেই এর প্রাদুর্ভাব ঘটতে দেওয়া যাবে না। তার জন্য প্রয়োজন নাগরিক সচেতনতা। নাগরিক সচেতনতা বৃদ্ধি পেলেই নির্মূল হবে ডেঙ্গু। এই স্লোগান নিয়েই পুরনিগমের উদ্যোগে এই পদযাত্রার আয়োজন করা হয়। পাশাপাশি তিনি জানান, ইতিমধ্যে পুরনিগমের পক্ষ থেকে একটি অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়েছে যা সারাবছর ডেঙ্গু প্রতিরোধে কাজ করবে।