সরকারি স্কুলে ফি বৃদ্ধির প্রতিবাদে ডিআই অফিসে বিক্ষোভ কর্মসূচি এবিভিপি’র 

শিলিগুড়ি, ৬ জানুয়ারিঃ সরকারি স্কুলে ফি বৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়ির ডিআই অফিসে প্রতিবাদ কর্মসূচির গ্রহণ করলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।
জানা গিয়েছে, সরকারি স্কুলগুলিতে নির্ধারিত ভর্তি ফি ২৪০ টাকা থাকলেও বিভিন্ন স্কুলে বেআইনিভাবে ৪০০ টাকা থেকে শুরু করে কোথাও কোথাও ১০০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।এবিভিপি’র অভিযোগ, সরকারি নির্দেশ অনুযায়ী প্রতিটি সরকারি স্কুলে নির্দিষ্ট হারে ভর্তি ফি নেওয়ার কথা।অভিভাবকদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে বেআইনিভাবে বেশি টাকা আদায় করা হচ্ছে।এরফলে গরিব ও মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরা চরম সমস্যার মুখে পড়ছেন।
অবিলম্বে সমস্ত সরকারি স্কুলে ভর্তি ফি সংক্রান্ত বিষয়ে কড়া নজরদারি চালাতে হবে এবং যারা অতিরিক্ত টাকা নিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে বলে দাবী তোলেন এবিভিপি এর সদস্যরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *