শিলিগুড়ি, ৯ এপ্রিলঃ ২০১৬ সালের এসএসসি প্যানেল বাতিলের পর রাজ্যজুড়ে শুরু হয়েছে প্রতিবাদ বিক্ষোভ।আজ বিভিন্ন জায়গার পাশাপাশি শিলিগুড়ি ডিআই অফিস অভিযান করলেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা।
এদিন সকাল থেকে বাঘাযতীন পার্কে জমায়েত হন আন্দোলনকারীরা।এরপর মিছিল করে হাসমিচকে পৌঁছে সেখানে মানববন্ধন কর্মসূচি এবং রাস্তা অবরোধ করেন।এরপর ডিআই অফিসে গিয়ে তালা ঝুলিয়ে দেন এবং বিক্ষোভ দেখান।
এদিকে পরিস্থিতি সামাল দিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিশালবাহিনী আগে থেকেই মোতায়েন করা ছিল।
আন্দোলনকারীরা বলেন, যোগ্য হওয়ার পরও চাকরি থেকে বঞ্চিত তারা।এদিন যোগ্য প্রার্থীদের পুনঃনিয়োগের দাবি জানান তারা।চাকরি না ফিরলে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষাকর্মীরা।