শিলিগুড়ি,১৭ জানুয়ারি: দুর্ঘটনা এড়াতে তৎপর হল শিলিগুড়ি মেট্রোপলিটন ট্র্যাফিক পুলিশ। শুক্রবার শিলিগুড়ি ভক্তিনগর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ইস্টার্ন বাইপাসের বিভিন্ন এলাকায় চলছে ট্র্যাফিক পুলিশের বিশেষ অভিযান।
প্রতিনিয়ত শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস এলাকায় ঘটছে পথ দুর্ঘটনা। যার জেরে প্রাণহানির ঘটনাও ঘটছে। দুর্ঘটনা পর বারংবার উঠছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন।
পুলিশের অভিযানের সময় দেখা গেল বিনা হেলমেটে বাইক চালাচ্ছেন আবার কেউ হেলমেট বাইকে ঝুলিয়ে রেখেছে।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে এবার থেকে প্রতিনিয়ত ইস্টার্ন বাইপাসের প্রত্যেকটি এলাকায় চলবে এই বিশেষ চেকিং।