শিলিগুড়ি, ১৮ মার্চঃ ভাইরাস নেই।নিশ্চিন্তে নিয়ে যান মাছ।তবুও দেখা নেই ক্রেতার।শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটের মাছের আড়তদারদের মাথায় হাত।গত কয়েকদিনে প্রায় ৩০-৪০ শতাংশ বিক্রি কমে গিয়েছে।মাছের আমদানি ঠিক থাকলেও শিলিগুড়ি থেকে ভিনরাজ্যে যাচ্ছে না মাছ। যেকারণে আরও সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের বক্তব্য, বহু মানুষ করোনায় আতঙ্কিত হয়ে রয়েছেন।মাছ মাংস কিছুই খেতে চাইছেন না।যেকারণে রেগুলেটেড মার্কেটে পাইকারির সংখ্যাও কমেছে।বহু মাছের দামও কয়েকদিনে যথেষ্টই কমেছে।তবে কিছু রাজ্য থেকে মাছ আসা বন্ধও রয়েছে।
পার্থ ব্যানার্জি নামে এক ব্যবসায়ী জানান, গত কয়েকদিনে মাছের আমদানি ঠিক থাকলেও রপ্তানি অনেক কমে গিয়েছে। মানুষ নিশ্চিন্তে মাছ খেতে পারেন। কোনও ভয় নেই।