শিলিগুড়ি, ১৮ জুলাই: সরকারি নির্দেশ মেনে শিলিগুড়ি হোলসেল ফিশ মার্কেটের তরফে বন্ধ রাখা হয়েছে মাছের পাইকারি ব্যবসা।
তবে এই আইন উপেক্ষা করেই লিচুপাকড়ি ও ফাঁসি দেওয়ার বিভিন্ন অঞ্চলে মাছের পাইকারি ব্যবসা চলছে এমনটাই অভিযোগ আনলেন শিলিগুড়ি হোলসেল ফিশ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক বাপী চৌধুরি।
তিনি জানান, করোনা সংক্রমন রুখতে সরকারের এই নির্দেশে সায় দিয়ে তারা ব্যবসা বন্ধ রেখেছেন। তবে ওই এলাকাগুলিতে মাছের পাইকারি ব্যবসা চলার ফলে তারা দুদিক দিয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এই বিষয়ে ডিএম, এসডিও, ফাঁসিদেওয়া থানা সহ আরও বিভিন্ন জায়গায় তারা অভিযোগ জানিয়েছেন। তবে এরপরেও কোনোরকম সুরাহা মেলেনি এমনটাই অভিযোগ সম্পাদক বাপী চৌধুরির।
তাদের অনুমান কোনো রাজনৈতিক দলের মদতেই ওই এলাকাগুলিতে অবৈধভাবে এই ব্যবসা চলছে। বর্তমানে তাদের দাবি শীঘ্রই অবৈধভাবে গড়ে ওঠা ওই বাজারগুলির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক।