শিলিগুড়ি, ৭ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি হর্টিকালচারাল সোসাইটির পক্ষ থেকে আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পুষ্প প্রদর্শনী।চলবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত।মেলার উদ্বোধন করবেন মেয়র গৌতম দেব। শুক্রবার সাংবাদিক বৈঠক করে জানালেন হর্টিকালচারাল সোসাইটির সদস্যরা।
এদিন এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন হর্টিকালচারাল সোসাইটির সম্পাদক প্রশান্ত সেন, সভাপতি নান্টু পাল, সহ-সভাপতি বাপী পাল সহ অন্যান্যরা।
শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ৪১ তম পুষ্প প্রদর্শনী।প্রত্যেকবারের মতো এবারও দেখা মিলবে একাধিক ফুলের সমাহার।পাহাড় তথা সমতলের ফুল ব্যবসায়ীরা মেলায় অংশগ্রহণ করবেন।প্রায় তিন হাজার টবে হবে পুষ্প প্রদর্শনী।এবছর স্টলের সংখ্যা থাকবে ১০১টি।৩৩০টি পুরস্কার রাখা হয়েছে আয়োজক কমিটির তরফে।