শিলিগুড়ি গার্লস প্রাইমারি স্কুলে ভর্তি নিয়ে সমস্যা, ক্ষোভ প্রকাশ অভিভাবকদের

শিলিগুড়ি, ১৬ ডিসেম্বরঃ শিলিগুড়ি গার্লস প্রাইমারি স্কুলে নতুন ভর্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন অভিভাবকরা।


অভিযোগ, প্রথমে স্কুলের তরফে বলা হয়েছিল ফর্ম পূরণ করে জমা দেবার পর সরাসরি ছাত্রীদের ভর্তি নেওয়া হবে।সেইমত আবেদন পত্রও জমা দেন অভিভাবকেরা।এরপর আজ ভর্তির জন্য স্কুলে পৌঁছান অভিভাবকেরা।এসে জানতে পারেন আবেদনপত্রের মাধ্যমে নয় লটারির মাধ্যমে ভর্তি নেওয়া হবে ছাত্রীদের।এরপরই ক্ষুব্ধ হন সকলে।স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা।

অভিভাবকরা জানান, সরাসরি ভর্তি নেওয়ার কথা বলা হয়েছিল।এমনকি পোশাকও তৈরি করে রাখার কথা বলা হয়েছিল।সেইমত সকলে প্রস্তুতিও নিয়েছিলেন।আজ লটারির মাধ্যমে ভর্তি নেওয়া হবে বলে জানাচ্ছে স্কুল কর্তৃপক্ষ।


স্কুলের প্রধান শিক্ষিকা মিতা ঘোষ জানান, প্রথমদিকে আবেদনপত্র জমা দিয়ে সরাসরি ভর্তি নেওয়ার কথা ছিল।এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে নির্দেশ আসে লটারির মাধ্যমে ভর্তি নেওয়া হবে।সেই নির্দেশ মতই কাজ করছি বলে জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *