শিলিগুড়ি, ১৫ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি সরকারি পলিটেকনিক কলেজে অনলাইন পরীক্ষা দাবিতে বিক্ষোভ দেখালো পড়ুয়ারা।
কলেজের পড়ুয়ারা জানায়, অন্যান্য পলিটেকনিক কলেজগুলোতে ৮০ শতাংশ সিলেবাস শেষ করা হয়েছে।তবে শিলিগুড়ি ডাবগ্রাম পলিটেকনিক সরকারি কলেজে ৪০ শতাংশ সিলেবাসও শেষ করা হয়নি।দুদিন অফলাইনে ক্লাস হয়ে পরীক্ষার কথা জানানো হয়েছে।
পড়ুয়াদের দাবী, অনলাইনে ক্লাস নেওয়া হয়েছে, তাই অনলাইনেই পরীক্ষা নেওয়া হোক।এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হলে কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে পর্ষদ ঘোষণা করে দিয়েছে অফলাইনে পরীক্ষা নেওয়া হবে।তাই কলেজ কর্তৃপক্ষ কিছু করতে পারবে না।এরপরই আজ বিক্ষোভে সামিল হয় পড়ুয়ারা।