শিলিগুড়ি, ১৯ জুনঃ ভারত-চিন সংঘর্ষে সীমান্তে শহীদ ভারতীয় জওয়ানরা।এই ঘটনায় গোটা দেশ সহ শিলিগুড়িতেও প্রতিবাদের ঝড় উঠেছে।এরপরই শিলিগুড়ির বহু পুরোনো হংকং মার্কেটের নাম পরিবর্তন ও দেশীয় জিনিস বিক্রির দাবী তুলেছেন ব্যবসায়ীরা।
ইতিমধ্যেই চিনা জিনিস বয়কট এর পাশাপাশি মার্কেটের নাম পরিবর্তনের দাবী জানিয়ে আগামীতে দেশীয় জিনিস বিক্রির চিন্তা-ভাবনা শুরু করেছেন ব্যবসায়ীরা।
শিলিগুড়ির এই হংকং মার্কেট বহু পুরোনো।দেশ-বিদেশের বহু পর্যটকদের কাছেও এই মার্কেট পরিচিত।শুধুমাত্র জিনিস কেনাকাটা নয় পর্যটকরা ঘুরতেও এই মার্কেটে আসেন।
উল্লেখ্য, হংকং একসময় গ্রেট ব্রিটেনের অধীনস্থ ছিল।সেইসময় থেকেই হংকং থেকে ভারতে জিনিস নিয়ে আসা হত।শিলিগুড়ির সেই হংকং মার্কেট চিনা সামগ্রীর বাজার।এই কারণেই এই মার্কেট হংকং মার্কেট নামে পরিচিত হয়।তবে হংকং মার্কেটের আসল নাম ‘বিধান মার্কেট কাট পিস ব্যবসায়ী সমিতি’।
শিলিগুড়ি হংকং মার্কেট ব্যবসায়ী সমিতির জয়েন্ট সেক্রেটারি প্রণতোষ সাহা বলেন, এই মার্কেট বহু পুরোনো।চিনের এই আগ্রাসী মনোভব এর কারণে দেশবাসী অত্যন্ত ক্ষুব্ধ।ইতিমধ্যেই মার্কেটের নাম পরিবর্তনের প্রস্তাব কমিটির কাছে এসেছে।তারা নাম পরিবর্তনের বিষয়টি বিবেচনা করে দেখছেন।
এক ব্যবসায়ী সম্রাট ঘোষ বলেন, এই মার্কেট চিনা সামগ্রীর জন্য পরিচিত।বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে দেশের স্বার্থে সরকার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত তারা মেনে নেবেন।তিনি আরও বলেন, তাদের কাছে দেশের থেকে বড় কিছু হতে পারে না।তবে সকলে মিলে চিনা সামগ্রী বয়কট করতে হবে।তবেই চিনের কাছে সঠিক বার্তা পৌছবে।