শিলিগুড়িতে হোটেলে মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার ৮

শিলিগুড়ি, ৭ জুনঃ শিলিগুড়ির একটি হোটেলে মধুচক্র চালানোর অভিযোগে হোটেলের ম্যানেজার সহ ৮ জনকে গ্রেফতার করল পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।


জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলিগুড়ির একটি হোটেল থেকে ৮ জনকে গ্রেফতার করে পুলিশ।ধৃত ৮ জনের মধ্যে ৫ জন পুরুষ এবং ৩ জন মহিলা।ধৃতদের ৪ জন বিহারের এবং ১ জন শিলিগুড়ির ওই হোটেলের ম্যানেজার।

ধৃতদের নাম চন্দ্র কিশোর (২৮), করম কুমার(২৫), রাজেশ কুমার(৪৫), পঙ্কজ কুমার (৩০), প্রশান্ত সরকার(২৫)। বাকি ৩ যুবতি শিলিগুড়ির ভক্তিনগর এলাকায় বাড়ি ভাড়া করে থাকত বলে জানা গিয়েছে।


শনিবার রাতে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ ওই হোটেলে হানা দিয়ে অভিযুক্তদের হাতেনাতে ধরে।প্রত্যেককে রবিবার শিলিগুড়ি আদালতে পাঠানো হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomOnwincasibom girişcasibombaywingrandpashabet girişholiganbetjojobet giriş