শিলিগুড়ি,৮ ফেব্রুয়ারিঃ প্রায় ৩২ একর জায়গার ওপর তৈরি হচ্ছে ফুলবাড়ি ইন্ডাস্ট্রিয়াল পার্ক। বেসরকারি জমিতে তৈরি এই পার্কটিকে উত্তরবঙ্গ তথা রাজ্যের প্রথম বেসরকারি ইন্ডাস্ট্রিয়াল পার্ক বলে মনে করা হচ্ছে।
ফুলবাড়ি ইন্ডাস্ট্রিয়াল স্টেটের ডিরেক্টর রতন কুমার বিয়ানি জানান বেসরকারি জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির অনুমতি দিয়েছিল রাজ্য সরকার। সেই কথা মাথায় রেখেই ফুলবাড়ি ইন্ডাস্ট্রিয়াল স্টেটের তরফে ফুলবাড়িতে এই পার্ক তৈরির সিদ্ধান্ত দেওয়া হয়। ২০১৮ সালে প্রজেক্টের কাজ শুরু হয়, চলতি বছরের এপ্রিল মাসে প্রজেক্টটি শেষ হওয়ার কথা রয়েছে। এই প্রজেক্ট শেষ হলে অতিক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি মিলিয়ে প্রায় ৭২টি কোম্পানি তাদের কারখানা শুরু করবে। ফলে সাধারণ মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে আশা করা যাচ্ছে। এই পার্কে থাকবে সঠিক পরিকাঠামো ব্যাবস্থা।
পাশাপাশি প্রতিকূল পরিস্থিতি এড়াতেও বিভিন্ন ধরনের ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। কোম্পানির আরও একজন ডিরেক্টর মোহন দেবনাথ জানান এই কাজে সরকার তাদের যথেস্ট সাহায্য করেছে। আগামী এপ্রিল মাস থেকেই পার্কটি চালু হওয়ার কথা রয়েছে।