শিলিগুড়ি, ৪ জুলাইঃ শিলিগুড়ি ইন্টারন্যাশনাল মার্কেটের পার্কিংয়ে একটি গাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।
জানা গিয়েছে, এদিন পার্কিংয়ের স্থান থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা।ভেতরে প্রবেশ করতেই একটি চার চাকা গাড়িতে অগ্নিকান্ডের ঘটনা নজরে আসে।এরপরই পার্কিংয়ের অধিকাংশ গাড়ি বাইরে বের করা নিয়ে আসা হয়।
খবর দেওয়া হয় পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ ও দমকল বিভাগকে।খবর পেয়ে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে।গোটা মার্কেট চত্বর কালো ধোঁয়ায় ঢেকে যাওয়ায় সমস্তরকম সুরক্ষাবিধি মেনে আগুন নেভানোর কাজ করছেন দমকল কর্মীরা।
কি কারণে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়।তবে প্রাথমিকভাবে শর্ট সার্কিটের কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।