শিলিগুড়ি, ২০ জুনঃ মহা ধূমধামে শিলিগুড়ির ইসকনে পালিত হল রথযাত্রা উৎসব।রথযাত্রা উপলক্ষে সকাল থেকেই ইসকন মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়।রীতি মেনে শুরু হয় পূজা অর্চনা।মন্দিরে বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
এদিন জগন্নাথ দেবের রথের উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, বলদেবের রথের সূচনা করেন শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদী এবং সুভদ্রা দেবীর রথের সূচনা করেন শিলিগুড়ির মহকুমাশাসক প্রিয়াঙ্কা সিং।এরপরই রথের চাকা গড়ায়।রথের চাকা গড়ানোর আগে ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করা হয়।এরপরই রথের দড়িতে টান পড়ে।
এদিন ইসকন মন্দির থেকে রথ বেরিয়ে মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন জগন্নাথ দেব। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মাসির বাড়ি পৌঁছবেন জগন্নাথ, বলরাম, সুভন্দ্রা।এবছর ডাবগ্রামের সূর্যনগর ময়দানে জগন্নাথদেবের মাসির বাড়ি করা হয়েছে।২৮ জুন অবধি সেখানে থাকবেন।আর এই কয়েকদিন সেখানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।