রাজগঞ্জ, ৫ নভেম্বরঃ পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের সংঘর্ষে গুরুতর আহত দুজন। শুক্রবার শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে রাধারবাড়িতে দুর্ঘটনাটি ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন একটি পিকআপ ভ্যান শিলিগুড়ির দিকে যাচ্ছিল। একটি বাইক পিছন থেকে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ওই পিকআপ ভ্যানটিকে ধাক্কা মারে। এতে দুজন বাইক আরোহী গুরুতর আহত হয়। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ পিকআপ ভ্যান ও বাইকটি নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে।