ট্রাক ও ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে আহত ২

রাজগঞ্জ, ৬ মার্চঃ শুক্রবার শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের বন্ধুনগর এলাকায় ট্রেলার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ট্রাকের চালক ও সহকারী চালক।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ট্রেলার গাড়ি শিলিগুড়ির দিকে এবং একটি ট্রাক জলপাইগুড়ির দিকে যাচ্ছিল।বন্ধুনগরের কাছে ওই দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।এর ফলে ট্রাক চালকের কেবিন দুমড়ে-মুচড়ে যাওয়ায় চালক ও সহকারী চালক ভিতরে আটকে পড়ে।

স্থানীয়রা বহু চেষ্টার পর তাদেরকে উদ্ধার করেন। দুজনকে গুরুতর আহত অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে আমবাড়ি ফাঁড়ির পুলিশ।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibom