শিলিগুড়ি, ১১ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি জেলা হাসপাতালে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ।হাতেনাতে ধরা পড়ল এক যুবক।ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল জেলা হাসপাতালে।
শুক্রবার সকালে আউটডোরে ডাক্তার দেখাতে এসেছিলেন প্রকাশনগর এলাকার এক যুবতী।অভিযোগ, হাসপাতালে যুবতীর পিছু নেয় এক যুবক।আউটডোর ভবনের সিড়িতে যুবতীর শ্লীলতাহানি করে হিরালাল মণ্ডল নামে যুবক।
এরপরই যুবতী চিৎকার শুরু করেন।সেসময় যুবককে ধরে হাসপাতালের পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।পরে শিলিগুড়ি থানায় খবর দেওয়া হয়।পুলিশ এসে যুবককে আটক করে থানায় নিয়ে যায়।ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই।