শিলিগুড়ি, ৭ জানুয়ারিঃ শিলিগুড়ি জেলা হাসপাতালে ডিএনবি সেমিনার হলে আয়োজিত হল রোগী কল্যাণ সমিতির বৈঠক।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির রাজ্য সরকারী প্রতিনিধি গৌতম দেব, শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার, শিলিগুড়ির মহকুমাশাসক, সিএমওএইচ সহ অন্যান্যরা।
জানা গিয়েছে, এদিন মূলত শিলিগুড়ি জেলা হাসপাতালে একাধিক নতুন বিভাগ, আধুনিকরণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এদিন গৌতম দেব বলেন, হাসপাতালে ভর্তি থাকা রোগীদের জন্য ই-পোর্টাল চালু করা হবে।এছাড়াও হাসপাতালে মা ও শিশুদের জন্য একটি ইউনিট গড়ে তোলা হবে।শীঘ্রই সমস্ত বিষয়ে কাজ হবে বলে জানান তিনি।