চিকিৎসকদের কর্মবিরতি, শিলিগুড়ি জেলা হাসপাতালে বন্ধ আউটডোর-ব্যাহত চিকিৎসা পরিষেবা

শিলিগুড়ি, ১৭ আগস্টঃ আরজি করের ঘটনার প্রতিবাদে আইএমএ এর ডাকে ২৪ ঘণ্টা কর্মবিরতি শুরু করেছেন চিকিৎসকেরা।যার জেরে ব্যাহত চিকিৎসা পরিষেবা।সমস্ত হাসপাতালে বন্ধ রাখা হয়েছে আউটডোর।অন্যান্য জায়গার পাশাপাশি শিলিগুড়ি জেলা হাসপাতালেও ধরা পড়লো একই ছবি।


উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা সহ শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকার মানুষ চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং শিলিগুড়ি জেলা হাসপাতালের উপর নির্ভরশীল।প্রতিদিন দুরদূরান্ত থেকে বহু রোগীরা চিকিৎসা পরিষেবা নিতে আসেন।

আরজি করের ঘটনার পর চিকিৎসকদের কর্মবিরতির জেরে সমস্যায় পড়ছেন রোগীরা।শনিবারও দেশ জুড়ে চিকিৎসকদের কর্মবিরতির ফলে বিপাকে পড়েছেন রোগী থেকে শুরু করে রোগীর আত্মীয়রা।অসুস্থ রোগীদের নিয়ে কোথায় যাবেন তা নিয়ে দিশেহারা হয়ে পড়েন তারা।


শিলিগুড়ি জেলা হাসপাতালে আউটডোর পরিষেবা বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেন রোগী ও রোগীর পরিজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet girişcasibom girişcasibom girişdeneme bonusuDeneme Bonusu Veren Siteler