শিলিগুড়ি, ১৯ মেঃ শিলিগুড়ি জেলা হাসপাতালে চালু হল কোভিড ওয়ার্ড।মোট ৪০ বেডের কোভিড ওয়ার্ড সেখানে থাকছে।তারমধ্যে ২০ টি বেডের একটি ওয়ার্ড বুধবার উদ্বোধন হল।
হাসপাতালে থাকা পুরুষ ও মহিলা সার্জিক্যাল ওয়ার্ডকে কোভিড ওয়ার্ড বানানো হয়েছে। সঙ্কটজনক করোনা রোগীদের জন্য একটি অত্যাধুনিক মানের কোভিড ওয়ার্ড তৈরি করা হয়েছে। সেখানে রোগীদের জন্য অক্সিজেন পাইপলাইন তৈরি করা হয়েছে।এছাড়াও ৫ টি ভেন্টিলেটর, বাইপ্যাক মেশিনও থাকছে।
বুধবার শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক গৌতম দেব কোভিড ওয়ার্ডের উদ্বোধন করেন।এতদিন শিলিগুড়িতে কেউ করোনা আক্রান্ত হলে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কিংবা নার্সিহোমে ভর্তি হতে হতো। হাসপাতালে এই ওয়ার্ড চালু হলে সেখানেও রোগীদের চিকিৎসা চলবে।