শিলিগুড়ি, ৯ আগস্টঃ রোটারি ক্লাব অফ শিলিগুড়ি মেট্রোপলিটনের তরফে শিলিগুড়ি জেলা হাসপাতালকে তুলে দেওয়া হল পাঁচটি জাম্বো অক্সিজেন সিলিন্ডার।
জানা গিয়েছে, এদিন ফিতে কেটে অক্সিজেন সিলিন্ডারগুলি শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপারের হাতে তুলে দেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।পাশাপাশি মাস্কও প্রদান করা হয়।এই অক্সিজেন সিলিন্ডার করোনা রোগী এবং অন্যান্য রোগীদের জন্যও ব্যবহার করা যাবে।
রোটারি ক্লাব অফ শিলিগুড়ি মেট্রোপলিটনের ডিস্ট্রিক্ট গভর্নর শুভাশিস চট্টোপাধ্যায় জানান, এই অক্সিজেন সিলিন্ডার দিয়ে শুধু করোনা রোগীরা উপকৃত হবেন না।সমস্ত রোগীদের কমবেশি অক্সিজেনের দরকার হয়।এই অক্সিজেন সিলিন্ডার সকলের কাজে লাগবে।রোটারি ক্লাব এর পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হচ্ছে৷
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব,শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার প্রদীপ্ত ভট্টাচার্য, রোটারি ক্লাবের সদস্যরা সহ অন্যান্য চিকিৎস্যক ও নার্সরা৷