শিলিগুড়ি, ১ মার্চঃ রাজ্যে বাড়ছে অ্যাডিনো ভাইরাসে আক্রান্তের সংখ্যা।ভাইরাস সংক্রমণের জেরে রাজ্যে মৃত্যুও হয়েছে কয়েকজন শিশুর।এই নিয়ে শিলিগুড়িতেও বাড়ছে উদ্বেগ।শিলিগুড়িতে অ্যাডিনো ভাইরাসের চিকিৎসা ব্যবস্থা কি অবস্থায় রয়েছে তা জানতে বুধবার শিলিগুড়ি জেলা হাসপাতালে গেলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।
জানা গিয়েছে, রাজ্যের মধ্যে কলকাতা ছাড়া অন্য কোথাও এই ভাইরাস শনাক্তকরণ করার পদ্ধতি নেই।এই নিয়ে উদ্বেগে রয়েছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।এই কারণে আজ হাসপাতাল পরিদর্শনে যান বিধায়ক।হাসপাতাল পরিদর্শন করার পর সুপার চন্দন ঘোষের সঙ্গে দেখা করেন বিধায়ক।
এদিন বিধায়ক শঙ্কর ঘোষ জানান, স্বাস্থ্য দপ্তরের উদাসীনতায় যেকোনো সময় বড় ধরনের সংক্রমণ ছড়াতে পারে শিলিগুড়িতে।কলকাতায় সংক্রমের হার হু হু করে বাড়ছে।দ্রুত এর সঠিক চিকিৎসার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি করবেন বলে জানান তিনি।
অন্যদিকে শিলিগুড়ি হাসপাতালের সুপার চন্দন ঘোষ জানান, শিলিগুড়িতে অ্যাডিনো ভাইরাস নিয়ে স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা রয়েছে।তবে শনাক্তকরণের ব্যবস্থা না থাকায় সাধারণ চিকিৎসাই করা হচ্ছে।শিলিগুড়িতে এই সংক্রমণের গ্রাফ নিয়ন্ত্রণে রয়েছে, সেই কারণে শিশুদের সাবধানতা অবলম্বন করার কথা জানান তিনি।