শিলিগুড়ি, ২৪ সেপ্টেম্বরঃ হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি জেলা হাসপাতালে।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে শিলিগুড়ির ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৭৬ বছরের বৃদ্ধা নিহার বালা দাসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।প্রথমে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে সেখান থেকে আউটডোরে ডাক্তার দেখানোর কথা বলা হয়।এরপর আউটডোরে দেখানোর পর ভর্তি করানোর কথা বলেন ডাক্তার।সেই অনুযায়ী ভর্তি করাতে নিয়ে গেলে তাদের প্রায় দেড় ঘণ্টা ধরে বিভিন্ন জায়গায় ঘোরানো হয় বলে অভিযোগ।পরবর্তীতে কোনভাবে চিকিৎসা শুরু হলে মৃত্যু হয় বৃদ্ধার।
পরিবারের অভিযোগে, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে রোগীর মৃত্যু হয়েছে।ঘটনার পরই শিলিগুড়ি জেলা হাসপাতাল সুপারকে লিখিত অভিযোগ জমা দেন তারা।
শিলিগুড়ি জেলা হাসপাতালে সুপার ডাক্তার চন্দন ঘোষ জানান, মৌখিক অভিযোগ পেয়েছি।তদন্তের জন্য একটি টিম করা হয়েছে।সেই রিপোর্ট আসলেই সমস্ত বিষয়ে জানা যাবে।