শিলিগুড়ি, ২৬ জুনঃ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অধীনস্ত প্রত্যেকটি থানার তরফে পালিত হল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস।
বুধবার মাটিগাড়া থানা, প্রধাননগর, শিলিগুড়ি, ভক্তিনগর, এনজেপি, বাগডোগরা সহ সমস্ত থানার তরফে স্বেচ্ছাসেবী সংগঠন ও ছাত্র-ছাত্রীদের নিয়ে মাদক বিরোধী সচেতনতা র্যালি বের করা হয়।মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে র্যালির মধ্য দিয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়।
এদিন র্যালিতে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিলিগুড়ির পুলিশ কমি্মিশনার সি সুধাকর বলেন, বর্তমানে যুব সমাজ মাদকের দিকে ঝুঁকছে।মাদকের বিরুদ্ধে লাগাতার আমাদের অভিযান চলছে।বিশেষ করে স্কুল ও কলেজের পড়ুয়ারা মাদকের দিকে ঝুঁকছে।এর জন্য শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে একটি নতুন উদ্যোগ গ্রহণ করা হবে।স্কুল ও কলেজগুলিতে সেমিনার সহ সচেতনতামূলক ক্যাম্প করা হবে।মাদকমুক্ত সমাজ গড়তে সকলকে এগিয়ে আসার বার্তাও দেন তিনি।