শিলিগুড়ি, ১৩ ফেব্রুয়ারিঃ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদে বিভিন্ন বিভাগের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।
শিলিগুড়ি মহকুমা এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে মহকুমা এলাকার বেশ কিছু জায়গায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করা হয়েছে।শিলিগুড়ি মহকুমার সমস্ত এলাকায় যাতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ও লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট করা যায়।এই নিয়েই এদিন বৈঠক করা হয়।বৈঠকে বিভিন্ন বিভাগের আধিকারিকেরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে অরুণ ঘোষ জানান, যত দ্রুত সম্ভব শিলিগুড়ি মহকুমার সমস্ত এলাকাতেই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ব্যবস্থা করা হবে।