শিলিগুড়ি মহকুমা পরিষদের ২০২৫-২৬ এর বাজেট পেশ, ১৩০ কোটি টাকার কাজ করবে মহকুমা পরিষদ

শিলিগুড়ি, ৪ মার্চঃ শিলিগুড়ি মহকুমা পরিষদের বাজেট পেশ করা হল।মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাকক্ষে বাজেট পেশ হয়।


এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, সহকারি সভাধিপতি রোমা রেশমি এক্কা, শিলিগুড়ি মহকুমা পরিষদের সচিব ইউটন শেরপা সহ অন্যান্যরা।

এদিন বাজেট অধিবেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ জানান, ২০২৫-২৬ এর ১৩০ কোটি টাকার বাজেট ধার্য করা হল।মূলত শিক্ষা-স্বাস্থ্য ও সৌন্দর্যায়নের উপর বিশেষ কাজ করবে শিলিগুড়ি মহকুমা পরিষদ।এছাড়াও গ্রাম এলাকার উন্নয়ন করা হবে।বাজেটে খেলাধুলার দিকে নজর দেওয়া হয়েছে।ছোট ছোট ইনডোর স্টেডিয়াম তৈরি করা হবে মহকুমা পরিষদের অন্তর্ভুক্ত বেশকিছু এলাকায়।যেখানে সুইমিং থেকে শুরু করে জিম ও খেলাধুলার একাধিক ব্যবস্থা থাকবে। গতবছর ১৩১ কোটি টাকা বাজেট ছিল তবে এবছর এক কোটি টাকা কমে গিয়েছে।এর কারণ কেন্দ্র সরকারের বেশকিছু যোজনার টাকা পাচ্ছে না রাজ্য সরকার।যে কারণে প্রায় কোটি কোটি টাকা থেকে বঞ্চিত হচ্ছে রাজ্য সরকার ও শিলিগুড়ি মহকুমা পরিষদ।এবছর মহকুমা পরিষদের বাজেটেও সেই ছাপ পড়েছে বলে জানান তিনি।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *