শিলিগুড়ি, ৩১ মার্চঃ একাধিক দাবিতে শিলিগুড়ি মহকুমা পরিষদ অভিযান করলো বামেরা।শুক্রবার শিলিগুড়ির মহাত্মাগান্ধী মোড় থেকে বিশাল মিছিল করে দার্জিলিং জেলা বামফ্রন্ট।এদিনের মিছিলের নেতৃত্ব দেন সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার, সমন পাঠক।
জানা গিয়েছে, এদিন মিছিল করে মহকুমা পরিষদে আসেন বামফ্রন্ট কর্মী সমর্থকেরা।বামদের অভিযান ঘিরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।মহকুমা পরিষদের সামনে বিক্ষোভ দেখান তারা।
বামেদের অভিযোগ, শিলিগুড়ি মহকুমা পরিষদের অধীনস্থ গ্রাম বাংলার মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত।পাশাপাশি দ্রুত ১০০ দিনের কাজ চালু, গ্রামীন এলাকায় জমি সংক্রান্ত দালাল চক্র বন্ধ করা, গ্রামীণ চা বাগান এলাকায় যুবক-যুবতীদের কর্মসংস্থান, বালু পাথর তোলার অধিকার সহ ১৬ দফা দাবিতে মহকুমা পরিষদে স্মারকলিপি প্রদান করা হয়।