শিলিগুড়ি, ১৩ সেপ্টেম্বরঃ শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয়ে আয়োজিত হল করোনার টিকাকরণ শিবির।শিলিগুড়ি পুরনিগমের সহযোগিতায় এই শিবিরের আয়োজন করা হয়।
এদিন শিবির পরিদর্শনে যান শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব, প্রশাসক মন্ডলীর সদস্য রঞ্জন সরকার।মহিলা মহাবিদ্যালয়ে এই শিবিরের মধ্য দিয়ে ১ হাজার জনকে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এদিন গৌতম দেব বলেন, মহিলা মহাবিদ্যালয়ের ১ হাজার জনকে টিকা দেওয়া হচ্ছে।ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের টিকাকরণ করা হচ্ছে।কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে কিছু সংখ্যক টিকাকরণ বাদ পড়েছে।পুরনিগমে কথা বলে আগামীকাল আরও একটা শিবির করার চেষ্টা করছি।