শিলিগুড়ি, ১৩ ডিসেম্বরঃ আজ থেকে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে শুরু হল শিলিগুড়ি মহকুমা বইমেলা।প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বইমেলার সূচনা করলেন রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।এছাড়াও উপস্থিত ছিলেন পুর প্রশাসক গৌতম দেব সহ অন্যান্যরা।জানা গিয়েছে, আগামী ১৯শে ডিসেম্বর অবধি বইমেলা চলবে।
এদিন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী জানান, করোনার জেরে টানা দুবছর ধরে বন্ধ রাজ্যের সমস্ত গ্রন্থাগারের দরজা।যার ফলে উইপোকায় খেয়ে নষ্ট করেছে প্রায় দুকোটি বই।কর্মীর অভাবে বন্ধ হয়েছে সাড়ে তিনশো গ্রন্থাগার।তবে ইতিমধ্যেই গ্রামীন গ্রন্থাগারের জন্য কর্মী নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে।খুব অল্প সময়ে রাজ্যের সমস্ত জেলায় কর্মী নিয়োগ হবে।করোনার পর গ্রন্থাগার গুলির হাল ফেরাতে জেলা প্রতি দুকোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।