নকশালবাড়ি, ২৭ মেঃ শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই নকশালবাড়ি বিডিও অফিসে মনোনয়নপত্র তুললেন ১৪ জন প্রার্থী।
এই ১৪ জনের মধ্যে কংগ্রেসের হয়ে ১৩ জন প্রার্থী এবং বিজেপির একজন প্রার্থী মনোনয়নপত্র তোলেন।তবে ফাঁসিদেওয়া ও খড়িবাড়িতে এদিন কেউ মনোনয়নপত্রের জন্য আসেননি।
প্রসঙ্গত, আগামী ২৬ জুন শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনের দিন ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন।
