শিলিগুড়ি, ১০ জানুয়ারিঃ শিলিগুড়িতে মন্দির নির্মাণে বাঁধা দেওয়ার অভিযোগ উঠলো হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়।
এলিভেটেড রোড নির্মাণের জন্য শিলিগুড়ির বিভিন্ন রাস্তা খালি করা হচ্ছে।রাস্তার ধারে অবস্থিত মন্দির এবং বাড়িও সরিয়ে দেওয়া হচ্ছে।শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটের কাছে হনুমান মন্দিরকেও সরিয়ে দেওয়া হয়েছে।এর জন্য মন্দির কমিটিকে নতুন করে মন্দির নির্মাণের জন্য একটি জমিও দেওয়া হয়েছে।
অভিযোগ, আজ মন্দির কমিটি সেই জায়গায় মন্দির নির্মাণের কাজ শুরু করলে সেখানে থাকা হোটেল কর্তৃপক্ষ আপত্তি জানায়।এরফলে শুরু হয় বিবাদ।ঘটনা ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।পরে প্রধাননগর থানার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।